জমি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক, ঢাকাটাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:২১

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধে শালিস বৈঠকে ভাতিজার লাঠির আঘাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম ফজলু চৌকিদার (৪৫)।

মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি কৈখালী ইউনিয়নে পশ্চিম পরানপুর গ্রামে মৃত আতি চৌকিদারের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম শ্যামনগর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা সূত্র ও নিহতের ভগ্নিপতি রাশিদুলের বরাতে জানা যায়, ছোট ভাই আশরাফুল ও বড় ভাই মজিদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য সোমবার (২৯ এপ্রিল) বিকালে স্থানীয় ইউপি সদস্য পবিত্র কুমারের মধ্যস্থতায় শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালীন মজিদের ছেলে জোবায়ের ক্ষিপ্ত হয়ে মেজ চাচা ফজলুর মাথায় লাঠি দিয়ে কয়েকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলে ফজলু গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে (খুমেক) পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর মৃত্যু হয়।

শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :