গুঁড়িয়ে দেয়া হলো ডকইয়ার্ডসহ অর্ধশত অবৈধ স্থাপনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:৪৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কতৃর্পক্ষ। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী হাকিম দিপ্তীময়ী জামানের নেতৃত্বে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বাউলিয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যার পশ্চিম তীরে এ অভিযান চালায় সংস্থাটি।

এসময় সিরামিক ফ্যাক্টরি, ডকইয়ার্ড বালীর গদি, রট-সিমেন্টের দোকানসহ প্রায় অর্ধশত অবৈধ কাঁচা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে একটি বড় ভেকু ও দুইটি টাগবোট ব্যববহারসহ পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও উচ্ছেদ কর্মীরা অংশ নেন।

বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) শফিকুল ইসলাম বলেন, উচ্চ আদালতের নির্দেশে নদী থেকে ১৫০ ফুট সীমানা পুনঃনির্ধারণ করে সে অনুযায়ী এর অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা সিরামিক ফ্যাক্টরি, ডকইয়ার্ড বালীর গদি, রট-সিমেন্টের দোকানসহ প্রায় অর্ধশত কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী বলেন, ‘রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৩০টি ডকইয়াডের মধ্যে ২০টিরই লাইসেন্স নেই। আমরা মঙ্গলবার একটি উচ্ছেদ করেছি। বাকিগুলোকে ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এছাড়া সাতটি ডকইয়ার্ডকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ বালু ও পাথর নিলামে দিয়ে ৯৬ হাজার টাকা বিক্রি করা হয়।’

বিআইডব্লিউটিএ’র নির্বাহী হাকিম দীপ্তিময়ী জামান বলেন, ‘নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।’

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :