ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে শিশুদের শপথ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ২২:৪৪

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ডভিশন এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় শিশু ফোরামের সদস্যবৃন্দের বার্ষিক শিশু সমাবেশ এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কেন্দ্রীয় শিশু ফোরামের আয়োজনে সমাবেশটি হয়।

কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি ফারজানা আক্তার মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, সাংবাদিক শাহীন ফেরদৌস প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিডিসি সভাপতি আকবর আলী, সিএফসির সদস্য তাপস চন্দ্র, শাপলা আক্তারসহ ওয়ার্ল্ড ভিশনের ঠাকুরগাঁও এপির কর্মকর্তা-কর্মচারীরা।

বার্ষিক এ শিশু সমাবেশে সদর উপজেলার ৪টি ইউনিয়নের শিশু ফোরামের ২০০ সদস্য অংশ নেয়।

এ সময় বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে মেয়েদের ১৮ বছরের নিচে এবং ছেলেদের ২১ বছরের নিচে বিয়ে নয় বিষয়ে এবং বাল্যবিবাহ রোধে শপথ পাঠ করানো হয়।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :