মেহেরপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত

প্রকাশ | ০১ মে ২০১৯, ১৩:১৮

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বারাদি নামক স্থানে গাছের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় চালক ইউসুফ আলী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী মিরাজ হোসেন। বুধবার সকালে খুলনা থেকে মেহেরপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

মিরাজের বাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুরে। তবে চালকের নাম ছাড়া তার আর কোনো পরিচয় বলতে পারেননি সহকারী মিরাজ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে সিমেন্ট বোঝাই ট্রাকটি মেহেরপুর যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দ্রুতগতির ট্রাকটি রাস্তার পাশের বড় একটি কড়াই গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে চালক ও সহকারী আটকে পড়ে। ঘটনাস্থলে চালকের মৃত্যু হলেও বেঁচে যান সহকারী মিরাজ।

এরপর মেহেরপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাব্যাপি চেষ্টা করে চালকের মরদেহ উদ্ধার করে এবং সহকারী মিরাজকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা সিমেন্টও নষ্ট হয়ে গেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ঢাকাটাইমস/১ মে/এএইচ