চুয়াডাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় কারারক্ষী উদ্ধার, আটক ৩

প্রকাশ | ০১ মে ২০১৯, ১৫:৪১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হোসেন (২৩) নামে এক কারারক্ষীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রুদ্রনগর গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

মিলনের বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন। তাকে উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৩ এপ্রিল ছুটি নিয়ে বাড়ি আসেন মিলন। ২৮ এপ্রিল তার ছুটি শেষ হয়ে যাওয়ায় সেদিন তিনি বাড়ি থেকে কর্মস্থল যশোরের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার পাশ্ববর্তী রুদ্রনগর গ্রামের একটি বাগানে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। এরপরই তারা পুলিশে খবর দেয়া হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো দ্বন্দের কারণে তাকে তুলে নিয়ে বেঁধে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কারারক্ষী মিলনের সৎ ভাই হাসমত আলী, ভাগ্নে মানিক ও নাঈমকে আটক করা হয়েছে।’

ঢাকাটাইমস/১ মে/এএইচ