মাদ্রাসাপড়ুয়াদের জন্য রমজানে লেখালেখি ও সাংবাদিকতা কোর্স

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০১ মে ২০১৯, ১৮:২১

মাদরাসাপড়ুয়াদের জন্য এবারও পবিত্র রমজানে ২০ দিনের লেখালেখি ও সাংবাদিকতা কোর্সের আয়োজন করছে ইসলামি ধারার শীর্ষ নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। কোর্সটি ১ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত চলবে। কোর্সের তত্ত্বাবধান করছে ইসলামি ধারার লেখালেখির সবচেয়ে বড় প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। আর সহযোগিতা করছে দেশের অভিজাত ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকম।

কোর্সটি পরিচালনা করবেন বিশিষ্ট লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন। কোর্সে প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতিমান কবি সাহিত্যিক সাংবাদিক ও আলেম লেখিয়েরা।

কোর্সটিতে কওমি মাদ্রাসার কাফিয়া জামাত থেকে দাওরায়ে হাদিস বা মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আবাসিক-অনাবাসিক ব্যবস্থাপনায় ঢাকার মুগদায় অবস্থিত জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসায় কোর্সটি পরিচালিত হবে।

সীমিত আসনে আগ্রহীদের ভর্তি নেয়া হচ্ছে। কোর্সে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে। কোর্স পরিচালক বিশিষ্ট লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, ‘লেখালেখি, সাংবাদিকতা ও অনুবাদ সাহিত্যে যাদের সামান্য আগ্রহ আছে আমরা তাদের পরিচর্যার মাধ্যমে উপযোগী করে তুলতে চাই।’

ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ‘লেখালেখি ও সাহিত্য চর্চায় আমাদের মাদরাসাপড়ুয়া তরুণদের অংশগ্রহণ অনেক বেড়েছে। তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা দিলে তারা অনেকদূর এগিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। তারুণ্যের লেখালেখি চর্চায় সার্বিক সহযোগিতা দিতেই ইসলামী লেখক ফোরামের যাত্রা। সে লক্ষ্যেই আওয়ার ইসলামের এই উদ্যোগে সহযোগী হচ্ছি আমরা।’

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় আলেমদের কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। দক্ষ জনবলের অভাবে আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারছি না। তাই আমাদের শিক্ষার্থীরা যেন বাংলাদেশের প্রেক্ষাপটে লেখক, সাংবাদিক হিসেবে শক্তির সঙ্গে নিজেকে প্রমাণ করতে পারে তাদের জন্য আমাদের এ আয়োজন।’

ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রাথমিক যাচাইবাছাই শেষে নির্ধারিত আসন পর্যন্তই ভর্তি নেওয়া হবে। ভর্তি ফি এক হাজার টাকা, আবাসিক ফি খাবারসহ এক হাজার টাকা। সার্বিক যোগাযোগ: ০১৯১৭৩৭৫২৯৯, ০১৯১৩৫৫৮৬০২, ০১৯১৬০১১৫২৮

(ঢাকাটাইমস/০১মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :