গরমে অতিষ্ঠ শ্রমিকদের তেষ্টা মেটাল জয়পুরহাট পৌরসভা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০১৯, ২২:১৬

মহান মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনে ক্লান্ত শ্রমিকদের স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান করিয়েছে জয়পুরহাট পৌরসভা।

বুধবার তীব্র রোদে আর তাপদাহে মে দিবস উপলক্ষে সকাল থেকে শহরে খ- খ- র‌্যালি বের করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা। পরে তারা কালেক্টরেট চত্বরে আলোচনা সভায় অংশ নেন। সেখানেই ভ্যাপসা গরমের ওষ্ঠাগত তাঁদের প্রাণ। অসহ্য গরমে তৃষ্ণায় ক্লান্ত ও পরিশ্রান্ত শ্রমিকদের যখন নাভিশ^াস অবস্থা, তখনই পৌর সভার কর্মীরা ঠান্ডা পানি ও স্যালাইন-লেবুর শরবত তৈরি করে প্রায় ৫ হাজার শ্রমিকের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করেন।

এ নিয়ে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, মে দিবসে প্রায় ৫ হাজার শ্রমিক র‌্যালিতে অংশ নিয়ে ভ্যাপসা গরমে তারা ক্লান্ত হয়ে যায়। আমরা তাদের স্যালাইন লেবুর শরবত মিশিয়ে তাদের তৃষ্ণা মেটানোর আয়োজন করেছি। মানবিক কাজে পৌরসভা সব সময় সহযোগিতার হাত বাড়াবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকাটাইমস/০১মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :