লক্ষ্মীপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

প্রকাশ | ০২ মে ২০১৯, ১০:৪৪

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
ফাইল ছবি

লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুছড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দুখু মিয়া। তিনি সিএনজি অটোরিকশা চালক। বাড়ি রামগঞ্জে। আহত তিনজনের মধ্যে ইব্রাহীম ও নুরু মিয়া নামে দুজনও অটোরিকশা চালক এবং অপরজন স্থানীয় চায়ের দোকানদার। এর মধ্যে নুরু মিয়ার অবস্থা আশংকাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনান, রায়পুর থেকে ফেনীগামী ট্রাকটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় ঘুমিয়ে থাকা তিন সিএনজি চালক ও একজন চা দোকানদার আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুখু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের ভর্তি করেন। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাগুলো পুলিশ হেফাজতে আছে। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক।

ঢাকাটাইমস/২ মে/এএইচ