ভালো আছেন এটিএম শামসুজ্জামান

বিনোদন প্রদিবেদক
 | প্রকাশিত : ০২ মে ২০১৯, ১৩:১৯

হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন তার মেয়ে কোয়েল আহমেদ। তিনি বলেন, ‘বাবার ফুসফুস সংক্রমিত হয়েছে। পাশাপাশি নিউমোনিয়াও হয়েছে। চিকিৎসকরা তার ফুসফুসকে সাপোর্ট দেয়ার ব্যবস্থা করেছেন। তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তবে তিনি নিয়মিত রেসপন্স করছেন।’

মঙ্গলবার বিকাল থেকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন অভিনেতা। এ সম্পর্কে মেয়ে কোয়েল বলেন, ‘লাইফ সাপোর্ট বোঝাতে মিডিয়ায় যেভাবে এসেছে তেমনটি নয়। তিনি এখন বেশ ভালো আছেন। যেহেতু তার ফুসফুস সংক্রমিত হয়েছে, তাই এটার ওপর যেন চাপ না পড়ে বা সংক্রমিত না হয় সেজন্য সাপোর্ট দেয়া হয়েছে।’

মলত্যাগজনিত সমস্যার কারণে বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে গত শুক্রবার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এর কারণ প্রসঙ্গে সেদিন অভিনেতার ছেলের বউ রুবি জামান বলেন, ‘দীর্ঘদিন উনার পেটে খাবার জমা হয়ে শক্ত হয়ে যেত। অস্ত্রোপচার করে সেগুলো বের করা হয়েছে।’

৮৮ বছর বয়সী এটিএম শামসুজ্জামানের শরীর অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না। বার্ধক্যজনিত কারণে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ঢাকাটাইমস/২ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :