ঋক ভট্টাচার্য্য আলিয়াঁস ফ্রঁসেজে গাইবেন শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০১৯, ১৪:১৭ | প্রকাশিত : ০২ মে ২০১৯, ২২:৩৪

আধুনিকতার নিত্যনতুন স্তরে পৌঁছেও মানুষে-মানুষে এখনও নানা ভেদাভেদ। মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই এই ভেদাভেদ ঘুচতে পারে। নানা ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনের অভিপ্রায়ে এমনই ভালবাসার গান শোনাতে আসছেন ঋক ভট্টাচার্য্য। গানের মাধ্যমেই সীমানা ছাড়ানোর বার্তা দিতে চান এই মেধাবী তরুণ।

শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডিতে আলিয়াঁস ফ্রঁসেজ মিলনায়তনে ঋকের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘লাভ বিয়ন্ড বর্ডার্স’ শীর্ষক দুই ঘণ্টার এই অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে। তবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।

সঙ্গীতানুষ্ঠানের বিষয়ে ঋক বলেন, ‘নানা ভাষা ও সংস্কৃতির মধ্যেও একটা অভিন্ন মানবিক বোধ আমাদের সবার মধ্যে কাজ করে। হয়ত কেউ বুঝতে পারি, কেউবা পারি না।’

তিনি আরও বলেন, ‘মূলত এই মানবিক বোধের বার্তাটাই দিতে চাই গান দিয়ে। পাশাপাশি একটা বৈশ্বিক চেতনা, সে বিষয়টাও তুলে ধরতে চাই সঙ্গীতে।’

ঢাকাটাইমস/০২মে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :