উত্তেজনার সুপার ওভার জিতে প্লে অফে মুম্বাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০১৯, ০৯:৪৭

আইপিএলে সুপার ওভার রোমাঞ্চের জন্ম দিয়েছিলো সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ওভারে তারা ম্যাচটি টাই করার কৃতিত্ব দেখালেও সুপার ওভারে মুম্বাইয়ের কাছে ধরাশায়ী কেন উইলিয়ামসনরা। মুম্বাই ইন্ডিয়ান্স সুপার ওভারে জিতে নিশ্চিত করেছে প্লে অফ।

চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের পর প্লে অফ নিশ্চিত করলো মুম্বাই। অথচ টস জিতে মুম্বাইয়ের ৫ উইকেটে করা ১৬২ রানকে ছুঁয়ে ফেলেছিলো সানরাইজার্স। শ্বাসরূদ্ধকর ম্যাচে পরে পেন্ডুলামের মতো ঝুলছিলো ম্যাচের ভাগ্য। ১৯তম ওভার শেষে সানরাইজার্সের প্রয়োজন ছিলো ৬ বলে ১৭ রান। তখন ক্রিজে মনীষ পান্ডে ও মোহাম্মদ নবী।

এ দুজনের ঝড়ো গতির ব্যাটিংই আশা বাঁচিয়ে রাখে হায়দরাবাদের। শেষ ওভারে দুটি সিঙ্গেল নেন নবী ও পান্ডে। তৃতীয় বলে নবী ৬ মেরে লক্ষ্যটাকে আরও কাছে নিয়ে আসলে চতুর্থ বলে তাকে ৩১ রানে ফিরিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলো মুম্বাই। কিন্তু হার্দিক পান্ডিয়ার শেষ দুই বলে দুই রান ও এক ছক্কায় ৬ উইকেট হারিয়েও ম্যাচটি টাই করেন পান্ডে। তার ৪৭ বলে করা ৭১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই ম্যাচ টাই করে তারা্। যাতে ছিলো ৮টি চার ও দুটি ছয়।

তার আগে কুইন্টন ডি ককের ৫৮ বলে করা ৬৯ রানে ভর করে ৫ উইকেটে ১৬২ রান তুলে মুম্বাই। সুপার ওভারে বরং ৮ রান তুলতে পারে সানরাইজার্স। বিপরীতে ৩ বল খেলে সহজেই জয়ের বন্দরে নোঙর ফেলে মুম্বাই। ম্যাচসেরা জসপ্রিত বুমরাহ।

(ঢাকাটাইমস/৩মে/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :