কেকেআর –পাঞ্জাবের ‘ডু অর ডাই’ম্যাচ রাতে

প্রকাশ | ০৩ মে ২০১৯, ১০:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

প্রীতি জিন্তার কিংস ইলেভেন পঞ্জাব ও শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্সের ‘ডু অর ডাই’ ম্যাচ আজ রাতে৷

এ ম্যাচে হারলে দ্বাদশ আইপিএলে বাদ পড়তে হবে শাহরুখ ও প্রীতির দলের৷ দুই দলের পয়েন্ট ১২ ম্যাচে ১০৷ অর্থাৎ শুক্রবার হার মানেই প্লে-অফের আশা শেষ৷ এই অবস্থায় মোহালিতে কিংস ইলেভেনের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর৷

রবিবার ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে স্বপ্নের ব্যাটিং করেছে নাইটরা৷ রাসেল ধামাকা ও গিলের ব্যাটিং দাপটে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছিল কেকেআর৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ স্কোর৷ ৪০ বলে রাসেলের অপরাজিত ৮০ এবং ৪৫ বলে গিলের দুরন্ত ৭৬ রানে ভর করে চার বছর পর মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের স্বাদ পায় কলকাতা৷

কিংল ইলেভেন ও কেকেআর-এর পয়েন্ট সমান হলেও মুম্বইকে ৩২ রানে হারিয়ে রান-রেটে প্রীতির দলের থেকে এগিয়ে রয়েছে কিং খানের দল৷ শেষ দু’টি ম্যাচে পঞ্জাব ও মুম্বইকে হারাতে পারলে প্লে-অফে যাওয়ার আশা থাকবে নাইটদের৷ ইডেনে প্রথম সাক্ষাতে কিংস ইলেভেনকে হারিয়েছিল কেকেআর৷ তবে মোহালিতে কাজটা মোটেই সহজ নয় নাইটদের৷

কিংস ইলেভেনের দুই ওপেনার ক্রিস গেইল ও লোকেশ রাহুল নাইট বোলারদের সামনে ত্রাস হয়ে উঠতে পারে৷ কারণ চলতি আইপিএল দারুণ ফর্মে রয়েছেন গেইল ও রাহুল৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২ ম্যাচে রাহুলের ব্যাট থেকে এসেছে ৫২০ রান৷ আর গেইল করেছেন ৪৪৮ রান৷ তবে মিডল অর্ডারে ময়াঙ্ক আগরওয়াল ছাড়া বাকিরা ছন্দে নেই৷

অন্য দিকে, নাইটদের মিডল-অর্ডারকে শক্ত করেছে ক্যাপ্টেন ডিকে-র ফর্ম৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ হারলেও কঠিন পরিস্থিতি থেকে একাই দলের ব্যাটিংকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে ছিলেন কার্তিক৷ ৫০ বলে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন নাইট অধিনায়ক৷ তবে শেষ দু’টি ম্যাচেও নাইটদের তরুপের তাস সেই রাসেল৷ ১২ ম্যাচে ৪৮৬ রান এসেছে এই জামাইকানের ব্যাট থেকে৷ মুম্বইয়ের তাঁর বিধ্বংসী ইনিংস নিঃসন্দেহে পঞ্জাব বোলারদের অস্বস্তিতে রাখবে৷

(ঢাকাটাইমস/৩মে/এইচ)