দুই লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

প্রকাশ | ০৩ মে ২০১৯, ১২:৩৬ | আপডেট: ০৩ মে ২০১৯, ১২:৩৮

টেকনাফ প্রতিবেদক, ঢাকাটা্ইমস

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার ভোরে টেকনাফ বিজিবি ব্যাটালিয়ান-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী বিওপির একটি টহলদল ৭ নম্বর স্লুইচ গেট সীমান্ত এলাকায় অভিযান চালাতে যায়। বিজিবিকে দেখে পাচারকারীরা একটি নৌকা রেখে পালিয়ে যায়। পরে টহলদল নৌকাটিতে তল্লাশি চালিয়ে চারটি পলিথিনের ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলো খুলে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবাসমূহ ব্যাটালিয়ানের সদরে জমা রাখা হবে। পরবতীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

ঢাকাটাইমস/৩মে/প্রতিনিধি/এমআর