খোলা হলো এটিএমের লাইফ সাপোর্ট

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫৮ | প্রকাশিত : ০৩ মে ২০১৯, ১৪:৩২

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালের চিকিৎসক রবিউল হালিম। তিনি জানান, ‘শুক্রবার সকালে অভিনেতার লাইফ সাপোর্ট খোলা হয়েছে। তবে তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে।’

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা যে ভালোর দিকে সেটা বৃহস্পতিবারই জানিয়েছিলেন তার মেঝো মেয়ে কোয়েল আহমেদ। তিনি বলেন, ‘বাবার ফুসফুসে সংক্রমণ হওয়ায় ফুসফুসকে সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।’ শুক্রবার অভিনেতার লাইফ সাপোর্ট খুলে ফেলার সময় মেয়ে কোয়েল পাশেই ছিলেন।

মঙ্গলবার বিকাল থেকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এটিএম শামসুজ্জামান। এ সম্পর্কে কোয়েল বলেন, ‘লাইফ সাপোর্ট বোঝাতে মিডিয়ায় যেভাবে এসেছে তেমনটি নয়। বাবা এখন বেশ ভালো আছেন। যেহেতু তার ফুসফুস সংক্রমিত হয়েছিল, তাই এটার ওপর যেন চাপ না পড়ে বা আরও সংক্রমিত না হয় সেজন্য সাপোর্ট দেয়া হয়েছিল।’

মলত্যাগজনিত সমস্যার কারণে বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে গত শুক্রবার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তার শরীরে অস্ত্রোপচার করা হয়। পাশপাশি তার নিউমোনিয়ার সমস্যাও হয়েছিল। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এর আগে একাধিকবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। প্রতিবারই তিনি ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, ‘মৃত্যুর খবর গুজব। আমি সুস্থ আছি।’

ঢাকাটাইমস/৩ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :