গাজীপুরে ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০১৯, ২০:৪৩

সংঘবদ্ধ ডাকাত দলের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর বাসনার চান্দনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আরমান বাবু, ইদুল রহমান, রিফাত হোসেন , রিয়াজ হোসেন , আব্দুল আলী ইশান, তারিফ হোসেন ও সোহেল রানা। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, দুই চাপাতি, একটি ছুরি, তিনটি চাকু, ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ঢাকাটাইমসকে বলেন, ‘বেশ কিছু দিন গাজীপুরের বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের খবর র‌্যাবের কাছে আসছিল। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতো। তাদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে ছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গাজীপুরের বাসনর চান্দনা চৌরাস্তা এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করে।’

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ‘তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বত্র লুটে নিত। তাছাড়া অস্ত্রের মুখে নারী পথচারীদের ধর্ষণ করত।’

(ঢাকাটাইমস/০৩মে/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :