চাঁদাবাজি: মাহুতের দণ্ড, দুই হাতি চিড়িয়াখানায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০১৯, ২১:৩৩

বিদেশি পর্যটকদের গাড়ি থামিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি হাতি জব্দ করা হয়। পরে হাতি দুটি জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত দুইজন হলেন- শাহীন ও হেলাল।

শুক্রবার দুপুরে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ঢাকাটাইমসকে বলেন, ‘রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বিদেশি পর্যটকদের গাড়িসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি করছিল। হাতি দুটো শুড় গাড়ির ভেতর ঢুকিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। এ সময় বিদেশি পর্যটকরা আতঙ্কিত হয়ে পুলিশের সাহায্য চায়। বিষয়টি র‌্যাবের নজরে এলে দুই মাহুতকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং হাতি দুটি উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।’

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, ‘হাতি দিয়ে গাড়ির জটলার তৈরি করে চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল। বিষয়টি র‌্যাবের নজরে এলে হাতি দুটিকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে চারটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে হাতিরঝিলের মধুবাগ সড়কে গিয়ে মাহুতদের থামানো হয় এবং জাতীয় চিড়িয়াখানার কিউরেটর কাছে হাতি দুটি হস্তান্তর করা হয়।’

(ঢাকাটাইমস/০৩মে/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :