‘ফণী’র প্রভাবে ভোলায় ভারী বর্ষণ, চরাঞ্চল প্লাবিত

প্রকাশ | ০৪ মে ২০১৯, ১৩:৫৭ | আপডেট: ০৪ মে ২০১৯, ১৪:০২

ভোলা প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল  ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে ভোলায় ভারীবর্ষণ শুরু হয়েছে। সেই সঙ্গে জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল থেকে কয়েক দফায় হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে ভারীবর্ষণ শুরু হয়। সেই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।

ভোলার বিচ্ছিন্ন চর পাতিলা, ঢালচর, কলাতলীর চরসহ বিভিন্ন চরাঞ্চলের জোয়ারের পানি প্রবেশ করছে। এতে করে ওই এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।

ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, জোয়ারের কারণে পুরো এলাকা প্লাবিত হয়েছে। বেশিরভাগ বিস্তীর্ণ এলাকা দুই ফুট পানির নিচে রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় বৃষ্টিপাত হচ্ছে।
চরফ্যাশন বন বিভাগের বিট অফিসার মো. সাইফুল ইসলাম জানান, জোয়ারে কুকরি-মুকরি বাঁধের বাইরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর প্লাবিত হয়েছে। বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।

জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক জানান, ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি কমাতে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুই হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়। ইতোমধ্যে নগদ পাঁচ লাখ টাকা ও দুই শ’ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/এমআর