আফ্রিদিকে মানসিক রোগের চিকিৎসা করাতে বললেন গম্ভীর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০১৯, ১৪:৩০ | প্রকাশিত : ০৪ মে ২০১৯, ১৪:০৮

পারস্পরিক সৌজন্য দূরে সরিয়ে আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ। এবার শহীদ আফ্রিদিকে পাল্টা আক্রমণ করলেন গৌতম গম্ভীর। শহীদ আফ্রিদিকে ভারতে এসে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিলেন এই ভারতীয় ক্রিকেটার। শনিবার টুইটারে এমনটি লিখেছেন গম্ভীর।

ক্রিকেটার জীবন থেকেই আফ্রিদির সঙ্গে গম্ভীরের তিক্ত সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা চলেছিল সংবাদমাধ্যমে। সম্প্রতি আত্মজীবনীতে গম্ভীরকে ‘ব্যক্তিত্বহীন’ বলে উল্লেখ করেন আফ্রিদি। ভারতীয় ওপেনারকে ‘দাম্ভিক’, এমনকি ‘ক্রিকেটের লজ্জা’ বলতেও কুণ্ঠাবোধ করেননি পাকিস্তানি অলরাউন্ডার।

আফ্রিদি লিখেছেন, ‘কিছু শত্রুতা ব্যক্তিগত, কিছু পেশাগত। গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ের। গম্ভীর অত্যন্ত দাম্ভিক। ওর মানসিকতার সমস্যা চিরকালের। গম্ভীরের কোনও ব্যক্তিত্ব নেই। ও এমন একজন মানুষ, যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়। ওর রেকর্ড আহামরি কিছু নয়, সবটাই অমূলক দম্ভ।’

আত্মজীবনীতে আফ্রিদি আরও লিখেছেন, ‘গম্ভীর এমন আচরণ করে, যেন ও ডন ব্র্যাডম্যান এবং জেমস বন্ডের মিলিত অবতার। করাচিতে এরকম লোকেদের আমরা ‘সরিয়াল’ বলি। আমি খুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি। তারা যদি আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হয়, তাতেও সমস্যা নেই। তবে গম্ভীর কোনোভাবেই ইতিবাচক নয়। ওর সবটাই নেগেটিভ।’

শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে শহীদ আফ্রিদির আক্রমণের পাল্টা দিলেন গম্ভীর। লিখলেন, ‘আফ্রিদি তুমি একজন উন্মাদ। যাই হোক, আমরা মেডিক্যালের জন্য পাকিস্তানকে এখনো ভিসা প্রদান করছি। আমি নিজে তোমায় সাইকাট্রিস্টের কাছে নিয়ে যাব।’

(ঢাকাটাইমস/৪ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :