রবিবার থেকে ৪০ দিনের ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০১৯, ২১:০৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রবিবার (৫ মে) থেকে। গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, বুদ্ধপূর্ণিমা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে এ ছুটি শেষ হবে আগামী ১৩ জুন।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ৫ মে থেকে অ্যাকাডেমিক ছুটি শুরু হবে। তবে গ্রীষ্মকালীন অবকাশ হিসেবে প্রশাসনিক ছুটি চলবে ৫ মে থেকে ৯ মে পর্যন্ত এবং পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ জুন থেকে ১৩ জুন পর্যন্ত। ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ জুন থেকে যথারীতি অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এদিকে আবাসিক হলগুলো খোলা রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের জানান, ছুটির মধ্যেও বেশকিছু বিভাগের ক্লাস-পরীক্ষা চলবে। সেই বিবেচনায় এসব শিক্ষার্থীদের জন্য অফিস চলাকালে (৩০ মে) পর্যন্ত হল খোলা রাখা হবে।

(ঢাকাটাইমস/৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :