জয় দিয়ে আইপিএল শেষ কোহলিদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ০৮:৪৫

সানরাইজার্সের রশীদ-ভুবনেশ্বরদের মতো গেমচেঞ্জার বোলার থাকা সত্ত্বেও ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে থ্রিলার লড়াই জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ম্যাচ জিততে আরসিবি’র প্রয়োজন ছিল ৬ রান। ওভারের প্রথম দুই বলে দুটি চার হাঁকিয়ে ব্যাঙ্গালোরকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব।

সেই সঙ্গে সানরাইজার্স হেরে যাওয়ায় নাইটদের সামনে এখন সুবর্ণ সুযোগ। ১৪ ম্যাচ শেষে সনারাইজার্সের পয়েন্টে এখন ১২, ১৩ ম্যাচ খেলে সেখানে নাইটদেরও পয়েন্ট ১২। অর্থাৎ রবিবার ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফ খেলার ছাড়পত্র পেতে পারে দিনেশ অ্যান্ড কোম্পানি।

১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বসে আরসিবি। পাওয়ারপ্লে’র প্রথম তিন ওভারের মধ্যেই পার্থিব (০), কোহলি (১৬) ও এবিডি’র (১ রান) দামি উইকেট হারানোয় সবাই যখন ধরে নিয়েছে শেষ ম্যাচে হার দিয়েই আরিসিবি বিদায় লেখা আছে, তখনই বিধ্বংসী ব্যাটিং শিমরন হেটমায়ারের।

আরসিবি জার্সিতে মৌসুমের প্রথম দিকে বেশ কয়েক ম্যাচে টানা সুযোগ পেলেও ফ্লপ ছিলেন হেটমায়ার। এদিন অবশ্য গেইল-রাসেলদের উত্তরসূরি ব্যাটসম্যানকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে। ৪৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন হেটমায়ার। আইপিএলের নিজের প্রথম মৌসুমে এটি প্রথম অর্ধশতরান ক্যারিয়িবান ক্রিকেটারের। তরুণ বাঁ-হাতির ইনিংস সাজানো ৪টি চার ও ৬টি ছয়ে।

তাঁকে যোগ্য সঙ্গ দেন গুরকিরাত মান সিং। আরসিবি’র জার্সির মান রেখে এদিন ৪৮ বলে ৬৫ রানের ম্যাচ জেতানো ইনিংস গুরকিরাতের। ৮টি চার ও ১টি ছয়ে ইনিংস সাজান গুরকিরাত। আইপিএলে এটি তাঁর দ্বিতীয় অর্ধশত রান। হেটমায়ারের সঙ্গে জুটিতে ১৪৪ রানের পার্টনাশিপ গড়েন গুরকিরাত। হেটমায়ার-গুরকিরাত শেষদিকে আউট হলেও শেষ ওভারে জোড়া বাউন্ডারিতে ম্যাচ জিতিয়ে দেন উমেশ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান হেটমায়ার।

(ঢাকাটাইমস/৫ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :