রোমাঞ্চকর জয়ে আশা বাঁচল লিভারপুলের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১১:৪০

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ৩৭তম রাউন্ডের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের ফলে লিভারপুলের লিগের শিরোপা জয়ের আশা বেঁচে থাকল। ৩৭ ম্যাচ খেলে ৯৪ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে ৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি।

এদিন নিউক্যাসলের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭০ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে লিভারপুল। ৩০ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে নিউক্যাসল। লিভারপুল ফাউল করে ৪টি। আর নিউক্যাসল ফাউল করে ১০টি।

এদিন ম্যাচের প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে ছিল লিভারপুল। ১৩তম মিনিটে ভার্জিল ভ্যান ডিকের গোলে লিড নেয় লিভারপুল। ২০তম মিনিটে ক্রিশ্চিয়ান আতসুর গোলে সমতা আনে নিউক্যাসল। তবে ২৮তম মিনিটে সালাহর গোলে লিভারপুল আবার এগিয়ে যায়।

বিরতির পর ৫৪তম মিনিটে স্যালোমন রন্ডনের গোলে ২-২ সমতা আনে স্বাগতিকরা। এরপর লড়াই আরো জমে ওঠে। অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন ম্যাচটি ড্র হতে যাচ্ছে। কিন্তু ৮৬তম মিনিটে ডিভক ওরিগির গোলে ৩-২ গোলে এগিয়ে যায় সফরকারীরা। এই ব্যবধান ধরে রেখেই তারা জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে বেশ উৎপুল্ল লিভারপুলের খেলোয়াড়রা। জয়ের স্মৃতি নিয়েই আগামী ৭ মে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ফাইনালে উঠতে হলে লিভারপুলকে বড় ব্যবধানে জিততে হবে। কারণ, প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল।

(ঢাকাটাইমস/৫ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :