মরক্কোর রাজপ্রাসাদে ফের ডাক পেলেন বাংলাদেশি কারী

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০৫ মে ২০১৯, ১৩:৩২ | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১৩:৩১
মরক্কোর বাদশা ও বাংলাদেশি কারী

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী মরক্কোর বাদশাহ মুহাম্মাদের দাওয়াতে মরক্কো যাচ্ছেন। রাজপ্রাসাদে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুরুসে হাসানিয়া অনুষ্ঠানে তেলাওয়াত করবেন তিনি।

ষষ্ঠবারের মতো রাজকীয় অতিথি হয়ে রবিবার রাতে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন আন্তর্জাতিক এই কারী।

অনুষ্ঠানে রাজদরবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ, রাষ্ট্রদূত, বিভিন্ন বাহিনীর প্রধানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শাইখ আহমাদ বিন ইউসুফ মরক্কো অবস্থানকালীন জাতীয় মসজিদসহ বিভিন্ন শহর পর্যায়ে অনুষ্ঠিত কেরাত সম্মেলনে তেলাওয়াত করবেন। আগামী ২০ তার দেশে ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/০৫মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :