উদ্যোক্তার উন্নয়নে এনজিওর ভূমিকা নিয়ে সেমিনার

প্রকাশ | ০৫ মে ২০১৯, ১৬:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এন্টারপ্রিউনারিয়েল ইকনোমিস্ট ক্লাবের উদ্যোগে গতকাল ৪ মে ঢাকা স্কুল অব ইকনোমিক্সে ‘উদ্যোক্তার উন্নয়নে এনজিওর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সমষ্ঠিক অর্থনীতিবিদ ও উদ্যোক্তা বিশেষজ্ঞ ঢাকা স্কুল অব ইকনোমিক্সের উদ্যোক্তার উন্নয়ন বিভাগের সমন্বয়ক অধ্যাপক মহাম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন সংস্থা ‘সেতু’র নির্বাহী পরিচালক এম.এ. কাদের।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা স্কুল অব ইকনোমিক্সের উদ্যোক্তার উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন ও সারাহ তাসনীম। 
অধ্যাপক মহাম্মদ মাহবুব আলী বলেন, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে বিচ্ছিন্ন ভাবে যা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা প্রয়োজন।
সেমিনারে বক্তারা বাংলাদেশে উদ্যোক্তার উন্নয়নে এনজিওর ভূমিকা নিয়ে আলোচনা করেন। 

(ঢাকাটাইমস/৫মে/এজেড)