‘গণমাধ্যমকর্মীদের ছাঁটাই মেনে নেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১৬:১৬

কারণে-অকারণে মালিকের ইচ্ছায় কোনো গণমাধ্যমকর্মীকে ছাঁটাই মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই ঘোষণা দেন। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের পুনঃবহালের দাবি জানান তারা।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমে অনৈতিক ছাঁটাই বন্ধ, নিয়মিত বেতন প্রদান, অবিলম্বে গণমাধ্যমকর্মী আইন পাস ও নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমের লাভ-লোকসানের হিসাব দেখে সাংবাদিকদের ছাঁটাই না করার দাবি জানান। তিনি বলেন, ‘সাংবাদিকরা বিক্রয়কর্মী নয়, গণমাধ্যমে লাভ-লোকসানের হিসাব করে তাদেরকে কেন ছাঁটাই করা হবে? মালিকপক্ষ এখানে একধরনের দূরভিসন্ধি করছে। তারা চায় না দেশে গণমাধ্যমে বিকশিত হোক। এটা একধরনের রাষ্ট্রবিরোধী আচরণ। অবিলম্বে এই প্রবণতা বন্ধ করতে হবে।’

ঈদুল ফিতরের আগেই নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিও জানান ইশতিয়াক রেজা।

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, ‘আজ গণমাধ্যমকর্মীদের কেউ ভালো নেই। মাঠে কাজে আছেন, অফিসে গিয়ে তিনি জানতে পারেন তার চাকরি নেই। আমরা এমন নৈরাজ্যের পরিস্থিতি চাই না।’

বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ বলেন, ‘সাংবাদিকদের অধিকার সবসময় মাঠে থাকতে চাই। আমরা রাজপথে এসেছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। গণমাধ্যমে বিশ্বাসঘাতক মোশতাকের আগমন ঘটেছে। এই ঘাতকদের চিহ্নিত করে তাদের গণমাধ্যম থেকে বিতাড়িত করতে হবে।’

ডিইউজের সভাপতি আবু জাফর বলেন, ‘আমরা সাংবাদিকতা করতে চাই। এজন্য কর্মপরিবেশ চাই, নিয়মিত বেতন-ভাতা চাই। আমাদের চোখে ধুলা দেয়ার চেষ্টা করবেন না। যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অবিলম্বে চাকরিতে পুনঃবহালের দাবি জানাই।’

ডিইউজের যুগ্ম সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, দৈনিক মানবকণ্ঠের সহসম্পাদক সাবিনা ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :