কুমিল্লায় অপহরণের পর ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১৬:১৭

কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শাহাদাত হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত- ২ এর বিচারক বেগম জেবুননেছা এ আদেশ দেন। একই সঙ্গে তাকে ২০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন বিচারক।

এছাড়া মামলার অপর আসামি ইসমাইলকে খালাস দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫সালের ১১জানুয়ারি কুমিল্লার বরুড়া উপজেলার ওই পরীক্ষার্থী প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল বখাটে তাকে সিএনজিতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে মন্দুক গ্রামের আবুল কালামের ছেলে শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে বরুড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে ডিবি পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ আগস্ট দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ঢাকাটাইমস/০৫মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :