কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন

ভোটার নেই, নাক ডেকে ঘুমাচ্ছেন কর্মকর্তা!

মাসুদ আলম, কুমিল্লা
 | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১৭:৫২

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনে রবিবার ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা যায়। এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোটার না থাকায় ভোটগ্রহণ কর্মকর্তা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুমাতে দেখা গেছে।

উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ৯৩৬ জন।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

গত ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়ায় নির্বাচন হওয়ার কথা থাকলেও একজন চেয়ারম্যান প্রার্থীর রিটের কারণে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে।

ঢাকাটাইমস/৫ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :