সিরাজগঞ্জে যমুনার পেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০১৯, ২২:২৯

নিলামের প্রক্রিয়া শেষ না হতেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৮৫ নং ডিগ্রি তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবশেষে যমুনার পেটেই গেল।

বিদ্যালয় ভবনটি শনিবার সন্ধ্যায় যমুনায় ধসে পড়ে।

কাজিপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালে স্থাপিত এই বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থ বছরে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়। ওই সময় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-২ এর আওতায় এলজিইডি কাজিপুর অফিসের বাস্তবায়নে একতলা ভবন নির্মাণ হয়েছিল। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৩ এর আওতায় প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ হয়।

এ ব্যাপারে কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া জানান, নিলামের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। আর কয়েক দিন হাতে পেলে এটি নিলামের মাধ্যমে ভেঙে এখান থেকে স্থানান্তর করা হতো। কিন্তু এটি এতো দ্রুত ভেঙে যাবে তা আমরা ভাবতে পারিনি।

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, এতো দ্রুত বিদ্যালয় ভবনটি ধসে যাবে সেটা জানা ছিল না।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, এ বিদ্যালয়টি যমুনা নদীর একদম পাড়ে হওয়ায় এ অবস্থা হয়েছে। এছাড়া এ গ্রামের ঘরবাড়ি এখান থেকে আধা কিলোমিটার দূরে হওয়ায় বাড়িঘরের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :