মরগ্যানের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের জয়

প্রকাশ | ০৬ মে ২০১৯, ০৯:৫০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রবিবার কার্ডিফে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। বাবর আজম ও হারিস সোহেলের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ওপেনার হিসেবে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৬৫ রান করেন বাবর।

৩১ রানে ২ উইকেট হারানোয় পঞ্চম ওভারেই ক্রিজে যান সোহেল। বাবরের মতো ১৬তম ওভারে আউট হন সোহেল। ৫টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৫০ রান করেন তিনি। ইংল্যান্ডের জফরা আর্চার ২৯ রানে ২ উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো না হলেও ওপেনার জেমস ভিন্স-জো রুটের সাথে ইয়ন মরগ্যানের ব্যাটিং দৃঢ়তায় ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। ভিন্স ২৭ বলে ৩৬ ও রুট ৪২ বলে ৪৭ রান করেন। তবে মারুমুখী মেজাজে ব্যাট করে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন মরগ্যান। ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন তিনি। ১২ বলে ২০ রানে অপরাজিত ছিলেন জো ডেনলি। আগামী ৮ মে শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

(ঢাকাটাইমস/৬ মে/এসইউএল)