প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৯, ১০:৪৪

ত্রিদেশীয় সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। রবিবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টাইগাররা হেরেছে ৮৮ রানে। আগামীকাল (মঙ্গলবার) ত্রিদেশীয় সিরিজের মূল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল।

প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দ্য হিলস ক্রিকেট ক্লাবে। এদিন আয়ারল্যান্ড উলভস টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেঞ্চুরি করেন ম্যাককলাম। ১০২ রান করে আউট হন তিনি। ৯১ রান করেন সিমি সিং। ২৭ রান করে অপরাজিত থাকেন কেন।

বাংলাদেশের মধ্যে সফল বোলার পেসার তাসকিন আহমেদ। ৬৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। ৬৩ রান দিয়ে দুইটি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া সাকিব আল হাসান ১টি, মেহেদী হাসান মিরাজ ১টি ও ফরহাদ রেজা ১টি করে উইকেট শিকার করেন।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ২১৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালনকারী সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড উলভসের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন সিমি সিং।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৮৮ রানে জয়ী আয়ারল্যান্ড উলভস।

আয়ারল্যান্ড উলভস: ৩০৮/৮ (৫০ ওভার)

(ম্যাককলাম ১০২, সিমি সিং ৯১, কেন ২৭*; তাসকিন ৩/৬৬, রুবেল ২/৬৩, সাকিব ১/৩০, মিরাজ ১/৪৪, ফরহাদ রেজা ১/৬৬)।

বাংলাদেশ: ২১৯/১০ (৪২.৪ ওভার)

(সাকিব ৫৪, মাহমুদউল্লাহ ৩৭, লিটন ২৬, তামিম ২১, ফরহাদ রেজা ১৫, তাসকিন ১৩, মিথুন ১৩, মুশফিক ১১; সিমি সিং ৪/৫১, কেন ২/৩৮, চেজ ১/২৯)।

(ঢাকাটাইমস/৬ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

এই বিভাগের সব খবর

শিরোনাম :