প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় হার

প্রকাশ | ০৬ মে ২০১৯, ১০:৪৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ত্রিদেশীয় সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। রবিবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টাইগাররা হেরেছে ৮৮ রানে। আগামীকাল (মঙ্গলবার) ত্রিদেশীয় সিরিজের মূল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল।

প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দ্য হিলস ক্রিকেট ক্লাবে। এদিন আয়ারল্যান্ড উলভস টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেঞ্চুরি করেন ম্যাককলাম। ১০২ রান করে আউট হন তিনি। ৯১ রান করেন সিমি সিং। ২৭ রান করে অপরাজিত থাকেন কেন।

বাংলাদেশের মধ্যে সফল বোলার পেসার তাসকিন আহমেদ। ৬৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। ৬৩ রান দিয়ে দুইটি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া সাকিব আল হাসান ১টি, মেহেদী হাসান মিরাজ ১টি ও ফরহাদ রেজা ১টি করে উইকেট শিকার করেন।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ২১৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালনকারী সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড উলভসের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন সিমি সিং।    

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৮৮ রানে জয়ী আয়ারল্যান্ড উলভস।

আয়ারল্যান্ড উলভস: ৩০৮/৮ (৫০ ওভার)

(ম্যাককলাম ১০২, সিমি সিং ৯১, কেন ২৭*; তাসকিন ৩/৬৬, রুবেল ২/৬৩, সাকিব ১/৩০, মিরাজ ১/৪৪, ফরহাদ রেজা ১/৬৬)।

বাংলাদেশ: ২১৯/১০ (৪২.৪ ওভার)

(সাকিব ৫৪, মাহমুদউল্লাহ ৩৭, লিটন ২৬, তামিম ২১, ফরহাদ রেজা ১৫, তাসকিন ১৩, মিথুন ১৩, মুশফিক ১১; সিমি সিং ৪/৫১, কেন ২/৩৮, চেজ ১/২৯)।

(ঢাকাটাইমস/৬ মে/এসইউএল)