সিলেটে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-ফাইভ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৯, ১৪:২১
ফাইল ছবি

এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা বাড়লেও কমেছে জিপিএ-ফাইভ প্রাপ্তির সংখ্যা। পাসের হারের দিক থেকে সারাদেশের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে সিলেটে।

সিলেট বোর্ডে এবার ৭০ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গতবছরের থেকে দশমিক ৪১ শতাংশ বেশি। গতবছর পাসের হার ছিলো ৭০ দশমিক ৪২ শতাংশ।

এ বছর সিলেটে জিপিএ-ফাইভ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন, যা গতবারের তুলনায় ৪৩৪ জন কম। গতবার জিপিএ-ফাইভ পায় তিন হাজার ১৯১ জন শিক্ষার্থী।

সোমবার বেলা ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

তিনি জানান, সাধারণ গণিতে ফলাফল খারাপ হওয়ায় জিপিএ-ফাইভ কিছুটা কমেছে। তবে পাসের হার বেড়েছে। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সিলেট বোর্ডে এবার ১ লাখ ১৩ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন। পরীক্ষার পাসের হার ও জিপিএ-ফাইভ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।

ছেলেদের পাসের হার ৭২ দশমিক ২১ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ শতাংশ।

জিপিএ-ফাইভ প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। মোট ২ হাজার ৭৫৭ জন জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছেলে ১ হাজার ৪২৬ এবং মেয়ে ১ হাজার ৩৩১ জন।

সিলেটের চার জেলার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২২। এদিকে কোন শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই সিলেট বোর্ডে।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় পাসের হার ৭০ দশমিক ৩৫, হবিগঞ্জে ৭১ দশমিক ৫৩, মৌলভীবাজারে ৬৯ দশমিক ৫৭ ও সুনামগঞ্জে ৭২ দশমিক ২৫ শতাংশ।

ঢাকাটাইমস/৬মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :