মাদক বিক্রি ছাড়তে শপথ ২১৪ বিক্রেতার

প্রকাশ | ০৬ মে ২০১৯, ২০:২৫

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কুষ্টিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ২১৪ জন মাদক বাবসায়ী মাদক বিক্রি ছেড়ে দেয়ার শপথ নিয়েছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শপথও পাঠ করেন।

সোমবার দুপুর ১টায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ড্রাগ নেন তাদের জন্য দুঃসংবাদ। আমরা প্রত্যেকটি সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে ডাক্তারি ছাড়পত্রের পাশাপাশি ডুপ টেস্টের ব্যবস্থা করেছি। যারা মাদকদ্রব্য গ্রহণ করবেন এই ডুপ টেস্টে ধরা পড়লে সরকারি চাকরি আর হবে না। এছাড়া যারা সরকারি চাকরি করেন আপনাদেরও ২/৩ বছর পর পর ডুপ টেস্ট করার রিপোর্ট দিতে হবে। মাদক পজেটিভ হলে জবাব দিতে হবে। যেকোনো মূল্যে আমরা মাদককে প্রতিহত করবো। এজন্য আমরা মাদক নিয়ন্ত্রণ আইন আরও কঠিন করেছি।’

সমাবেশের বিশেষ অতিথি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, ‘দেশ থেকে মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এলক্ষ্যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে, আজকে জেলার যে মাদক ব্যবসায়ী এখানে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছে তাদের অবস্থা বুঝে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এসব মাদক ব্যবসায়ীর মধ্যে কেউ আবার সেই অন্ধকার পথে পা বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আয়োজনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘আমরা সারাদেশ থেকে মাদক নির্মূল করতে চাই। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। যারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের জন্য স্বাগতম। আর যারা মাদক ব্যবসা করবে তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।’

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন প্রমূখ।

মাদকবিরোধী এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬মে/জেবি)