‘সংসদে গিয়েছি বলে সব মেনে নিইনি’

বগুড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৯, ২০:৫০

বগুড়া-৪ আসনের সদ্য শপথ নেয়া বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। কাঙ্ক্ষিত ফলাফল পেলে বিএনপিই সরকার গঠন করতো। এতো কারচুপির পরেও যে কয়টি আসনে আমরা জয়ী হয়েছি দেশনায়ক তারেক রহমানের নিদের্শেই আমরা সেই কয়জন সংসদে গিয়েছি। তার মানে এই নয় যে আমরা সবকিছু মেনে নিয়েছি। বর্তমান সরকারকে অবশ্যই নতুন করে তফসিল ঘোষণা করে আবার নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে যে দলই জয়ী হোক তাদেরকে আমরা স্বাগত জানাবো। আমরা এখন ন্যূনতম সংখ্যা নিয়ে সংসদে এসেছি তার কারণ, আমাদের ভালোবেসে এলাকার মানুষ ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের প্রত্যাশা পূরণের জন্য।’

শপথ নেয়ার পর সোমবার প্রথম এলাকায় এলে নেতাকর্মীদের দেয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। বেলা তিনটার দিকে নির্বাচনী এলাকা নন্দীগ্রামে এলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারদের প্রত্যাশা পূরণ করার জন্য তারেক রহমান শপথ নেয়ার নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশেই আমরা সংসদে গিয়েছি। আমরা হারানো গণতন্ত্রকে ফিরে আনার আন্দোলন সংসদেও করবো।’

মোশারফ হোসেন বলেন, ‘বিএনপির জন্য যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন আমি তাদের পাশে নিয়ে কাজ করতে চাই।’

তিনি তার নির্বাচনী এলাকা কাহালু নন্দীগ্রামকে উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বেগম খালেদার জিয়াকে দ্রুত কারামুক্তি দিয়ে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দেয়ার দাবি জানান।

এসময় উপজেলা বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদ, কাহালু উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিএনপি নেতা তোফাজ্জাল হোসেন আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :