কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রকাশ | ০৬ মে ২০১৯, ২২:৫৭

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের নতুন শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল, পরিসংখ্যান বিভাগের শিক্ষক আব্দুল মুহিত, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাকসুদুর রহমান মাসুদ, সুনিয়া ফারহানা, রিয়াজুল ইসলাম ও বিভাগের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমি গর্ববোধ করবো, আমি যখন এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব, সবায় যখন বলবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ আছে, আর এই বিভাগটি আমি নিজেই প্রতিষ্ঠা করেছিলাম এটা মনে করে। তুমুল প্রতিযোগিতার যুগে যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অবস্থান তৈরি করবে, তখনও আমি নিজেকে গর্বিত মনে করব, কারণ তোমরা সবাই আমার সন্তান।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)