ক্ষুব্ধ জিদান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০১৯, ০৯:৪৪

জয় দিয়ে সমালোচনার জবাব দিলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। রবিবার মারিয়ানো ডিয়াজের জোড়া গোলে ক্লাবটি ৩-২ গোলে হারায় ভিয়ারিয়ালকে। গত সপ্তাহে রায়ো ভালেকানোর কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর খেলোয়াড়দের আচরণের বিষয়ে এবং দলের ব্যাপক পরিবর্তনের বিষয়ে প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিদান। রবিবারের ম্যাচেও তিনি স্কোয়াডে রাখেননি লুকা মদরিচ ও গ্যারেথ বেলকে।

জিদান বলেন, ‘আমিই দলের কোচ। আমিই স্কোয়াড গঠন করি, এটাই ঠিক।’ ম্যাচে তিনি একাদশভুক্ত করেছিলেন জেসুস ভালেজো, ব্রাহিম দিয়াজ ও ফেড্রিকো ভালভার্দের মতো তরুণ তারকাদের। সেই সঙ্গে স্কোয়াডে ছিলেন মারিয়ানো। যিনি গত গ্রীষ্মে লিঁও থেকে রিয়ালে যোগ দিয়েছেন।

ম্যাচের দুই অর্ধে তার মারিয়ানোর দুই গোল এবং ক্লাবের হয়ে ভালেজোর প্রথম গোল রিয়ালের জয়ের জন্য যথেষ্ট ছিল। যদিও শেষ ভাগে দ্বিতীয় গোল পরিশোধ করে রিয়ালের স্নায়ুচাপ কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন জুয়ামে কস্তা।

জিদান বলেন, ‘রায়োর বিপক্ষে আমরা অপেক্ষাকৃত ভালো খেলেছি। আমাদের এমন খেলার প্রয়োজন ছিল, এটা খেলোয়াড়দের জন্যও জরুরি। আমরা ভালো খেলেছি। আমরা বাতাসে ফুল ছড়াই না। আমরা আমাদের কাজটি সঠিকভাবেই করেছি এবং জয় পেয়েছি।’

এই ফলাফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২য় অবস্থানের ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে। হাতে রয়েছে আর মাত্র দু’টি লিগ ম্যাচ। এখন রিয়াল যদি রাজধানীর শীর্ষ দল হিসেবে মৌসুম শেষ করতে চায় তাহলে বাকি দুই ম্যাচে তাদের জয়লাভ করার পাশাপাশি নগর প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদকে হারতে হবে তাদের বাকি দুই ম্যাচে।

তবে জিদানের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটি। ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করা বার্সার সঙ্গে তাদের ১৫ পয়েন্টের ব্যবধান রচিত হয়েছে। কাতালানরা এখন ঘরোয়া ফুটবলে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দিকে মনোযোগী হয়ে উঠেছে।

(ঢাকাটাইমস/৭ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :