মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

প্রকাশ | ০৭ মে ২০১৯, ১১:১৭

মুন্সীগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সুজন মিয়া নামে ৩৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

সোমবার দিবাগত রাত দুটার দিকে সদর উপজেলার রামশিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় মহসিন নামে এক র‌্যাব সদস্য আহত হয়।

নিহত সুজন গোবিন্দনগর বাশতলা রিকাবীবাজার এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১ হাজার ৫০ পিস ইয়াবা, দেড় হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দুটার দিকে মাদক উদ্ধারের অভিযানে রামশিং এলাকায় যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজন ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষের মধ্যে ১৫মিনিট গোলাগুলির পর সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাব সদস্য মহসিন আহত হয়। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এমআর