‘সুবীর নন্দীর শূন্যতা কখনোই পূরণ হবার নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০১৯, ১১:২৫

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার এক শোকবার্তায় এরশাদ বলেন, অসংখ্য হৃদয়স্পর্শী গানে কন্ঠ দিয়ে সুবীর নন্দী কোটি কোটি মানুষের অন্তর জয় করেছিলেন। সুবীর নন্দীর মৃত্যুতে বাংলা সঙ্গীতের যে ক্ষতি হলো তা সহসাই পূরণ হবার নয়। শুদ্ধ সঙ্গীতে অসীম কীর্তি রাখায় অমর হয়ে থাকবেন সুবীর নন্দী। জাপা চেয়ারম্যান বলেন, সুবীর নন্দীর তুলনা, শুধুই সুবীর নন্দী।

শোকবার্তায় এরশাদ বলেন, সুবীর নন্দী ছিলেন বাঙ্গালিদের ভালোবাসার গানের পাখি। আধুনিক বাংলা গানে সুবীর নন্দী যা দিয়েছেন তা অসাধারণ।

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।

মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মারা যান সঙ্গীতশিল্পী সুবীর নন্দী।

(ঢাকাটাইমস/০৭মে/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :