প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত

প্রকাশ | ০৭ মে ২০১৯, ১১:৫৪

অনলাইন ডেস্ক

এই গরমে প্রাণ জুড়াতে কাঁচা আমের শরবতের জুড়ি নেই। হাতের কাছেই মিলছে কাঁচা আম। চাইলে সহজেই বাসাতে তৈরি করতে পারেন কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবতের প্রণালি দিয়েছেন সেভেন হিল রেস্টুরেন্টের প্রধান শেফ স্বপন ডি কস্তা

উপকরণ

কাঁচা আম: ৫-৬টি

পানি: প্রয়োজনমতো

বিট লবণ: ১ চা চামচ

কাঁচামরিচ: ৫-৬টি

চিনি: স্বাদমতো

প্রণালি

কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে পানি, আম, বিট লবণ এবং কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি মিশিয়ে মিষ্টির পরিমাণ ঠিক করে নিন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের শরবত।