গাড়ির কেবিন ঠান্ডা রাখার সহজ উপায়

প্রকাশ | ০৭ মে ২০১৯, ১২:০০

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

প্রচন্ড দাবদাহে গাড়ি নিয়ে ঘর থেকে বের হওয়া দুর্বিষহ হয়ে পরেছে। তবে গাড়ির কেবিন এই গরমে ঠান্ডা রাখতে ঘাম ছুটে যায় অনেকের। গাড়ির কেবিন ঠান্ডা রাখার প্রাথমিক উপায় ছায়ায় গাড়ি পার্ক করা। তবে নিচের উপায়গুলি প্রবল গরমে গাড়ির কেবিন ঠান্ডা রাখতে সাহায্য করবে।

এসি ফিল্টার পরিস্কার করুন
এই গরমে গাড়ির এয়ার কন্ডিশান ঠিক করে কাজ করাতে ফিন্টার পরিস্কার রাখা বাধ্যতামুলক। তাই নিয়মিপ্ত গাড়ির এসির ফিল্টার পরিস্কার করতে হবে। তবে পুরনো ফিল্টার বদল করলে ভালো কুলিং পাওয়া যাবে। গাড়ির এসিতে নোংরা ফিল্টার থাকলে তা গাড়ির ভিতরে নোংরা হাওয়া ঢোকাতে থাকবে। এছাড়াও ফিল্টার পরিস্কার থাকলে গাড়িতে বেশি মাইলেজ পাওয়া যাবে। কতদিন অন্তর গাড়ির ফিল্টার পরিস্কার/বদল করা প্রয়োজন তা গাড়ির ম্যানুয়ালে লেখা থাকবে।

এসি চালানোয় উপায়
গাড়িতে যখন প্রবেশ করবেন গাড়ির ভিতরে অবিশ্বাস্য গরম থাকবে। তাই শুরুতেই হাই মোডে এসি চালান অনেকে। কিন্তু শুরুতে লো মোডে এসি চালান। শুরুতে কম স্পিডে এসি চালালে গাড়ির এসির আয়ু বাড়বে। এছাড়াও তেল সাশ্রয় হবে এই পদ্ধতিতে। শুরুতে কয়েক মিনিট গাড়ির জানলা খুলে গাড়ি চালান। এর ফলে গাড়ির কেবিনে থাকা গরম হাওয়া বেড়িয়ে যাবে। এর পরে লো মোডে এসি চালান।

এসি মোড
একবার কেবিন ঠান্ডা হয়ে গেলে এসি রি-সার্কুলেশন মোডে রাখুন। এর ফলে বাইরের গরম হাওয়া ভিতরে ঢুকবে না। পরিবর্তে কেবিনের ভিতরে থাকা ঠান্ডা হাওয়া একাধিকবার ব্যবহার করবে।

এসি বন্ধ করতে ভুলবেন না
গাড়ির ইঞ্জিন বন্ধ করার আগে এসি বন্ধ করুন। যদিও ফ্যান চালিয়ে রাখুন। এর ফলে গাড়ির ভিতরে থাকা শুষ্ক বাতাস বেরিয়ে যাবে। এছাড়াও ঠান্ডা হাওয়া পাঠাতে থাকবে ফ্যান। ফলে আরও বেশি মাইলেজ পাওয়া যাবে।

ফ্লুইড পরীক্ষা করুন
নিয়মিত গাড়ির যন্ত্রাংশ বদল করলে এক ধাক্কায় বড় সমস্যায় পরতে হয় না। একই ভাবে গরম শুরুর আগেই গাড়ির অন্যান্য যন্ত্রাংশের সাথে এসি সার্ভিস করুন। কোন যন্ত্রাংশ বদল করতে হলে তা আগে থেকে করে নিন।

গাড়ির ভিতরে শিশুকে রাখবেন না
গাড়ি পার্ক করে রাখলে কেবিনের তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এই গরমে গাড়ির মধ্যে পোষ্য অথবা শিশুকে রেখে গেলে তারা গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। অল্প সময়ের জন্যেও গাড়ির ভিতরে কাউকে রেখে যাবেন না। তবে নিতান্ত প্রয়োজন পড়লে গাড়ির এসি চালিয়ে রাখুন।

(ঢাকাটাইমস/৭মে/এজেড)