বিএনপি নেতা দুলুকে দুদকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০১৯, ১৭:৩৭

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকাল থেকে প্রায় চার ঘন্টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক মো. শফিউল্লাহ বিএনপি এই নেতাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদুকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দুলুর অভিযোগ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই জিজ্ঞাসাবাদ।

এর আগে ২০০৭ সালে জ্ঞাত আয়বহির্ভূত নয় কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে দুলুর বিরুদ্ধে আদাবর থানায় মামলা করে দুদক। ওই মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু।

হাইকোর্ট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিলে যায় দুদক। ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন।

(ঢাকাটাইমস/০৭ মে/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :