‘রমজানে ক্রেতার সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে ব্যবসা করুন’

প্রকাশ | ০৭ মে ২০১৯, ১৯:২৮

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম কাওছার হোসেন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বলেছেন। তিনি ব্যবসায়ীদের রমজানে ক্রেতাদের  সঙ্গে ব্যবসা না করে আল্লাহর সঙ্গে ব্যবসা করার অনুরোধ জানান।
মঙ্গলবার দুপুরে ভোলা শহরের কিচেন মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শেষে অতিরিক্ত দামে মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন: গরুর মাংস বিক্রেতা জাফর, জাহিদ, আব্দুর রাজ্জাক, মুরগির মাংস বিক্রেতা কামাল, হাসান, মাসুদ, আবু তাহের। এদের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)