চলে গেলেন অভিনেতা মৃণাল

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০৮ মে ২০১৯, ১১:০৪

কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা মৃণাল মুখোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত ছিলেন।

বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যাও ভোগাচ্ছিল মৃণাল মুখোপাধ্যায়কে। কিছু দিন আগে তার জন্ডিস ধরা পড়ে। সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

পাঁচ দশকের বেশি সময় ধরে কলকাতার ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেন মৃণাল। ১৯৫৫ সালে শিশুশিল্পী হিসেবে ‘দুই বোন’ ছবির মাধ্যমে তার অভিষেক হয়েছিল। এরপর তাকে পর্দায় দেখা যায় ১৯৬৫ সালে। উত্তমকুমার অভিনীত ছবি ‘সূর্যতপা’-এর একটি পার্শ্বচরিত্রে ছিলেন তিনি।

ষাটের দশক থেকে নব্বইয়ের দশক- কলকাতার বাংলা ছবিতে বিভিন্ন ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন মৃণাল মুখোপাধ্যায়। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘গল্প হলেও সত্যি’, ‘নায়িকা সংবাদ’, ‘ছুটি’, ‘পদী পিসির বর্মি বাক্স’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘ঠগিনী’ অন্যতম। তাকে দেখা গেছে কয়েকটি হিন্দি ছবিতেও।

ঢাকাটাইমস/৮ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :