চাঁদে নারী অভিযাত্রী পাঠাচ্ছে আমেরিকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০১৯, ১২:২৯

শিগগিরিই ফের চাঁদে অভিযানের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এবার চাঁদের মাটিতে প্রথম পা পড়তে চলেছে কোনও নারীর, ওয়াশিংটনে ‘স্যাটেলাইট ২০১৯’ কনফারেন্সে এ-কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

তিনি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৫ বছরে আবার চাঁদে পা রাখবে আমেরিকা।’ সেই সঙ্গে মাইক আরও জানান, চাঁদে পা-রাখা বিশ্বের প্রথম মহিলা হবেন একজন মার্কিন নাগরিকই। এ-বছরেই চাঁদের উদ্দেশে পাড়ি দেবে যাত্রীসহ আমেরিকান রকেট।

মহাকাশের অপার রহস্য উদ্ঘাটন করতেই মার্কিন সরকার ‘স্যাটেলাইট ২০১৯ কনফারেন্স’-এর মতো অভিনব উদ্যোগ নিয়েছে। সারা বিশ্বের মহাকাশ গবেষক, বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। তাদের মতামত, ভাবনা, উন্নত গবেষণা মার্কিন চন্দ্রাভিজানের উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করবে বলে অভিমত মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এই কনফারেন্সে যোগ দিয়েছে, ১০৫টি দেশের প্রায় ১৫ হাজার বিজ্ঞানী ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/৮মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা