ইউজিসির চেয়ারম্যানের দায়িত্বে ইউসুফ মোল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০১৯, ১৪:০২

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। তিনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ইউজিসির জ্যেষ্ঠতম সদস্য হিসেবে তাকে রুটিন দায়িত্ব দেয়া হয়। বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। ইউসুফ আলী মোল্লা নিজেই ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দেখভালের দায়িত্বে রয়েছে। গত চার বছর ইউজিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর গতকাল অবসরে যান অধ্যাপক আবদুল মান্নান।

অধ্যাপক মান্নানের চলে যাওয়ার পর চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় গতকালই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইউজিসির জ্যেষ্ঠ সদস্য ইউসুফ আলী মোল্লাকে চেয়ারম্যান হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব দিতে নির্দেশনা জারি করা হয়।

ঢাকাটাইমসকে ইউসুফ আলী মোল্লা বলেন, ‘গতকাল আমাকে দায়িত্ব দেয়া হলেও আজকে আমি দায়িত্ব গ্রহণ করেছি।’

ইউসুফ আলী মোল্লা ২০১৫ সালের ২৮ মে ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন। এখন তিনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

(ঢাকাটাইমস/০৮মে/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :