গোপালগঞ্জে চার মাছ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
| আপডেট : ০৮ মে ২০১৯, ১৪:০৫ | প্রকাশিত : ০৮ মে ২০১৯, ১৪:০৩

গোপালগঞ্জে রমজান উপলক্ষে খাদ্যে ভেজাল বন্ধে চার ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

বুধবার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি জানান, রমজান উপলক্ষে খাদ্যে ভেজাল বন্ধে এ অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে জেলা শহরের মাছ বাজারে গিয়ে ওজনে কম দেয়া ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে চার মাছ ব্যবসায়ীকে বিভিন্ন অংকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন, ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৮ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :