ফোল্ডিং ফোন আনছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০১৯, ১০:০৩

আগামীতে স্মার্টফোনের বাজারে রাজত্ব করবে ফোল্ডিং ফোন। ইতোমধ্যে স্যামসাং ও হুয়াওয়ে ফোল্ডিং ফোন তৈরি করেছে। পিছিয়ে নেই গুগলও। ফোল্ডেবেল স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে টেক জায়ান্ট গুগল। মঙ্গলবার ডেভেলপারদের সম্মেলনে এই কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগল ইতোমধ্যে অ্যানড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে ফোল্ডেবেল ফোন সাপোর্টের ঘোষণা করেছে। তবে এখনই বাজারে আসবে না পিক্সেল ব্র্যান্ডের ফোল্ডেবেল স্মার্টফোন।

পিক্সেল ডেভেলপমেন্ট প্রধান মারিও কুইরোজ জানিয়েছেন, ইতিমধ্যেই ফোল্ডেবেল ডিসপ্লে নিয়ে পরীক্ষা শুরু করেছে গুগল।

কুইরোজ জানিয়েছেন, এখনও ফোল্ডেবেল ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত নয় কোম্পানি। ফোল্ডেবেল ফোন জনপ্রিয়তা পেতে এখনও কয়েক বছর সময় লাগবে বলে বিশ্বাস করেন তিনি।

সম্প্রতি গুগল ফোল্ডেবল প্রোটোটাইপ ফোনের পেটেন্ট সামনে এসেছিল। তখন থেকেই কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে।

(ঢাকাটাইমস/৯মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :