কক্সবাজারে গুলিতে দুই ‘মাদক কারবারি’ নিহত

প্রকাশ | ০৯ মে ২০১৯, ১০:৩৬ | আপডেট: ০৯ মে ২০১৯, ১০:৫২

কক্সবাজার প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যারা মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের ঝাউবনে এ ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা মাদক কারবারি বলে দাবি করছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াবার চালান আসার খবর পেয়ে ভোরে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ঝাউবনে অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঝাউবন তল্লাশি চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ দুজনের লাশ পাওয়া যায়।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৯মে/এমআর