বিএনপি জোট ছাড়বেন না অলি

প্রকাশ | ০৯ মে ২০১৯, ১২:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঐক্যফ্রন্ট গঠন ও জোটকে না জানিয়ে বিএনপির পাঁচ এমপির শপথ গ্রহণ করার কারণে জোট ছেড়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। জোট ছাড়ার হুমকি দিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ‘২৩ মের মধ্যে ঐক্যফ্রন্ট না ছাড়লে ২০ দলে না থাকার হুমকি দিয়েছেন তিনি। এরপর জোটের অন্যতম শীর্ষনেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান অলি আহমদও জোট ছাড়ছেন বলে গুঞ্জন ওঠে। তবে এসব গুঞ্জন ঠিক নয় বলে দাবি করেছেন অলি আহমেদ।

বুধবার গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে অলি আহমেদ বলেন, এলডিপি ২০ দলীয় জোটে আছে এবং থাকবে। অথচ কেউ কেউ এলডিপি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, যা অত্যন্ত দুঃখজনক। এলডিপি ২০ দলীয় জোট ছাড়ছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অলি আহমদ এ বিষয়ে কাউকে কোনো বক্তব্য দেননি। এলডিপি ২০ দল ছাড়ছে এমন সংবাদ যারা পরিবেশন করছেন তারা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছেন।

এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন থেকে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম সকল গণমাধ্যমকে বিরত থাকতে অনুরোধ করেছেন।

(ঢাকাটাইমস/০৯মে/বিইউ/এমআর)