কিশোরগঞ্জে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০১৯, ১২:৩৫

কিশোরগঞ্জে সড়ক বিভাগের আয়োজনে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা শহরের বড়পুলে মানববন্ধন করে বাসচালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, উপ-প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, রাকিবুল হাসান, শাখাওয়াত হোসেন, তাহের উদ্দীনসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইঞ্জিনিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পঞ্চমবারের মতো জাতিসংঘ (ইউএন) বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু হয় ৬ মে। ‘জীবন বাঁচান, আওয়াজ তুলুন’ স্লোগানে বাংলাদেশে এটি পালন হচ্ছে প্রথমবারের মতো। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধে চলতি বছরের ৬-১২ মে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :