ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০১৯, ১৮:৩০

বগুড়ায় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বগুড়া শহরের পার্ক রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের নাম নুর ইসলাম। তিনি বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ির জাহিদ হোসেন খলিফার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার নুর ইসলাম নিজেকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র কর্মকর্তা পরিচয় দিয়ে বুধবার রাতে পুলিশকে ফোন দিয়ে বলে শহরের তিনমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অস্ত্রগুলিসহ এক ব্যক্তি অবস্থান করছে। পুলিশ তার অভিযোগ শুনে ঊর্র্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানায়। এরপর ঊর্র্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খবর নিয়ে জানতে পারেন নুর ইসলাম নামে ডিজিএফআই-এর কোন কর্মকর্তা নেই। পরে তার মোবাইল ফোনের সূত্র তার অবস্থান শনাক্ত করে জানতে পারে

ডিজিএফআই পরিচয়ধারী প্রতারক শহরের সাতমাথা এলাকাতে অবস্থান করছে। পুলিশ তার অবস্থান এবং পরিচয় নিশ্চিত হয়ে বৃহস্পতিবার সকালে শহরের পার্ক রোডে তার শ^শুর বেলাল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, এর আগেও সে ডিজিএফআইর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। (ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :